দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

ব্রাসিলিয়া, ০১ এপ্রিল – লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫০ জনের, যা দেশটিতে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

গত এক মাসে (মার্চ) দেশটিতে মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫৭৩ জন, যা মাসের হিসেবে মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুলাই মাসে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন : প্রেসিডেন্টের উপর ক্ষোভ: ব্রাজিলের তিন বাহিনী প্রধানের পদত্যাগ

দেশটিতে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৯ হাজার ২০০। এখন পর্যন্ত মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০১ এপ্রিল

Back to top button