ক্রিকেট

নিজের পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট নাসুম

ঢাকা, ২৯ মার্চ – নিউজিল্যান্ডে টাইগারদের ঘার থেকে পরাজয়ের ভূত যেনো নামছেই না। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও কিউইদের সামনে দাঁড়াতো পারলো না সফরকারীরা। সাদামাটা বোলিং, বাজে ফিল্ডিং আর হতাশাজনক ব্যাটিংয়ের ক্লান্তি নিয়ে মাঠ ছাড়তে হয়, মাহমুদুল্লাহর দলকে। তবে অভিষেকে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ। যদিও নিজ বোলিং নিয়ে সন্তুষ্ট নন বাম-হাতি এই স্পিনার।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসলে সফল আমি মনে করি না। কারণ আমি যদি আরও ১০টা রান কম দিতাম হয়তো আরেকটু ভালো হতো। সফল আমি মনে করতেছি না। সফল বোলার বলতে… ৪ ওভারে ৩০ রান দিয়েছি। এখানে ৪ ওভারে যদি ২২ বা ২৫ রান হতো তাহলে মনে করতাম সফল। আসলে আমি খুশি না।’

আরও পড়ুন : করোনায় আক্রান্ত যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক

দলীয় ১ রানে ম্যাচে অভিষিক্ত ফিন অ্যালান বোল্ড হন নাসুমের বলে। তবে প্রাথমিক ধাক্কা সমলে উঠতে সময় নেয়নি কিউইরা। মার্টিন গাপটিল দ্রুত রান তুলছিলেন। ব্যক্তিগত ৩৫ রান করে নাসুমের দ্বিতীয় শিকার হন তিনি।

২৬ বছর বয়সী নাসুম বলেন, ‘ডেব্যু ম্যাচে আসলে বোলিংটা যেরকম শুরু করার কথা ওরকম হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ। ভালোই লাগছে। আরেকটু ভালো হতে পারত আমার কাছে মনে হয়।’

একপ্রান্ত আগলে স্বাগতিকদের বড় সংগ্রহের পথ দেখান ডেভন কনওয়ে। সঙ্গে বাংলাদেশের ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং কাজটা সহজ করে নিউজিল্যান্ডের। ১৫তম ওভারেই কনওয়েকে থামানো যেতো। পঞ্চম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের সীমানায় শরিফুল ইসলামের হাতে ধরা পড়েছিলেন। যদিও দড়িতে শরিফুলের পা লাগায় আউটের বদলে তা হয়ে যায় ছক্কা।

আক্ষেপ নিয়ে নাসুম যোগ করেন, ‘আমার কাছে মনে হয়েছে ওই একটা ক্যাচ… ওই সময় কনওয়ের রান ৪৭ ছিল। এরপর ৯২ রানে শেষ করল। ক্যাচটা হলে, হয়তো আরও ২০টা রান কম থাকত। ওই জায়গায় আমরা একটু পিছিয়ে গেছি।’

মঙ্গলবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে দুই দল। নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৯ মার্চ

Back to top button