কক্সবাজার

অপহৃত ৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ মিয়ানমারের ৫ ডাকাত আটক

কক্সবাজার, ১২ অক্টোবর- বঙ্গোপসাগরের টেকনাফ থানার নোয়াখালীপাড়া এলাকার ১২ নটিক্যাল মাইল দূরে সমুদ্র থেকে পাঁচজন অস্ত্রধারী ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমববার রাত ৩টায় কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এ সময় তাদের নৌকা থেকে সাতজন বাংলাদেশি জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। আটক হওয়া ডাকাতরা হলেন-মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। এরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।

আরও পড়ুন: কক্সবাজারে পর্যটকবাহী বাস দুর্ঘটনায়, তিনজনের মৃত্যু

এম হায়াত ইবনে সিদ্দিক আরও জানান, ডাকাতদের নৌকাটি তল্লাশী করে দুটি দেশীয় এক নলা বন্দুক, ৮ রাউন্ডস কার্তুজ, ১০টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা। উদ্ধারকৃত জেলেরা সবাই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা। আটককৃত ডাকাত, উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১২ অক্টোবর

Back to top button