টলিউড
রানী রাসমণি খ্যাত অভিনেতা অরিজিত মারা গেছেন
কলকাতা, ০৮ মার্চ – না ফেরার দেশে চলে গেলেন ‘রানী রাসমণি’ খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেতা অরিজিৎ ব্যানার্জি। মঙ্গলবার দোল উৎসবের মাঝেই তার মৃত্যুর সংবাদ আসে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎ ব্যানার্জি। পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় অরিজিতের মৃত্যু হয়
অরিজিতের কাছে অভিনয় ছিল নেশার মতো। আজীবন বামপন্থী চিন্তায় বিশ্বাসী ছিলেন। তিনি ছোট পর্দার পাশাপাশি রঙ্গমঞ্চেরও পরিচিত মুখ ছিলেন। তোতা নামে পরিচিত ছিলেন। অভিনয়ের বাইরে একাধিক নাটকও পরিচালনা করেছেন।
ছোটপর্দায় তার অন্যতম উল্লেখযোগ্য কাজ ‘করুণাময়ী রাণী রাসমণি’। এছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’র মতো পিরিয়ড ড্রামাতেও দেখা গিয়েছে তাকে।
আইএ/ ০৮ মার্চ ২০২৩