মুহূর্তেই ব্রণ দূর করার কার্যকরী উপায়!
কাল অনুষ্ঠান? আজই যেন ব্রণ আসার সময় হয়। এরকম সমস্যা মেয়েদের জন্য একটি সাধারণ বিষয়। যে কোন অনুষ্ঠানের আগের দিন ই যেন ব্রণ উঠার সময় হয়। এই ব্রণের চিন্তায় যেন মেয়েদের ঠিকমত রাতে ঘুম আসে না।
তবে ঘরোয়া কিছু উপায়ে আপনি মুহূর্তেই ব্রণ দূর করতে পারবেন। নিম্নে তা আলোচনা করা হলো:
১. কমলার খোসার পেস্ট তৈরি করে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি আপনার ব্রণ দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
২. মুলতানি মাটি ত্বকের জন্য সবচেয়ে ভাল একটি উপকরণ। তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে মুলতানি মাটি কার্যকরী ভূমিকা পালন করে।
৩. ব্রণের ওপর লেবুর রস লাগিয়ে রাখলে অল্প সময়ের মাঝে ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। তবে যাদের ত্বকে ব্রণ নেই তারা লেবুর রস লাগাবেন না। এতে এসিডের পরিমাণ বেশি। তাই ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। তবে ব্রণের ওপর লাগালে লেবুর রস ত্বকের মৃতকোষ দূর করে ত্বক উজ্জ্বল করে।
৪. সবচেয়ে কার্যকরী হলো ঘৃতকুমারীর জেল। এই জেল ১০ মিনিট লাগিয়ে রাখার পরেই দেখবেন আপনার মুখের ব্রণের রং হালকা হয়ে যাচ্ছে। আর ফোলা ভাবও কমে যাবে।
এস সি