রূপচর্চা

বিরক্তিকর রুক্ষ ত্বকের সমস্যা থেকে মুক্তি খুব সহজেই!

রুক্ষ ত্বকের সমস্যা আসলেই অনেক বেশি বিরক্তিকর। একটু গরম পড়েছে কি ত্বক একেবারে ফেটে যাবে। একই সমস্যা দেখা যায় শীত ও বর্ষাতেও। বছরের কোনো সময়েই শান্তি নেই। ফাটা ত্বকে খুব সহজে রোদে পোড়া দাগ বসে যায় এবং উপরের মরা চামড়ার জন্য ত্বক হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। মেকআপ করে যে একটু শান্তি পাবেন তারও উপায় নেই। ফাটা ত্বকে সহসা মেকআপও ভালো করে বসতে চায় না। আপনি কিন্তু বেশ সহজেই এই রুক্ষ ত্বকের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। শিখে নিন রুক্ষ ত্বকের বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব সহজ ২ টি উপায়।

১) অলিভ অয়েল ও চিনির স্ক্রাব
অলিভ অয়েল প্রাকৃতিক ময়েসচারাইজার যা ত্বকের রুক্ষতা ভেতর থেকে দূর করতে পারে। এবং চিনির ব্যবহারে ত্বকের উপরের মরা কোষ দূর হয়ে ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরত আসে।

পদ্ধতিঃ
১। আধা কাপ চিনিতে ২ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
২। এরপর এই মিশ্রন দিয়ে পুরো ত্বক ম্যাসেজ করতে থাকুন। মুখ, হাত-পা, গলা ও ঘাড়, এমনকি পুরো দেহের ত্বকে এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন রুক্ষতা দূর করার জন্য।
৩। পুরো ত্বকে ভালো করে ম্যাসেজ করে ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহারে পার্থক্য নিজের নজরেই পড়বে।

২) ওটমিল ও মধুর মাস্ক
ওটমিল স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনই ত্বকের জন্য বেশ কার্যকরী। মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের নানা ধরণের সমস্যা দূর করে দেয় নিমেষেই।

আরও পড়ুন ::

পদ্ধতিঃ
১। ২ টেবিল চামচ ওটসে ১ টেবিল চামচ মধু ও সামান্য পানি মিশিয়ে ভালো করে মাস্কের মতো তৈরি করে নিন।
২। এই মাস্ক দিয়ে পুরো ত্বক ভালো করে ম্যাসেজ করে নিন।
৩। এরপর এভাবেই ১৫-২০ মিনিট রেখে দিন ও সেট হতে দিন মাস্ক।
৪। তারপর ভালো করে ত্বক ধুয়ে পরিষ্কার করে মুছে ফেলুন।
৫। ভালো ফলাফল পেতে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।

এস সি

Back to top button