গবেষণা

করোনা থেকে সুস্থ হওয়া রোগীদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বাড়ছে

দ্বিতীয় ঢেউয়ে কোভিড থেকে সুস্থ হওয়া রোগীদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে। সম্প্রতি এক সমীক্ষার পর এ দাবি করেছে ভারতের পাটনা এমস বা এআইআইএমএস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স)।

কোভিডমুক্ত হয়েছেন – এমন ৩ হাজার রোগীর উপর সমীক্ষা চালায় এমস। কোভিড থেকে সেরে ওঠার পর তাদের শারীরিক অবস্থা কেমন আছে, সে সম্পর্কে খোঁজ নেন এমস কর্তৃপক্ষ।

হাসপাতালের পোস্ট-ট্রমা বিভাগের চিকিৎসক অনিল কুমারের দাবি, কোভিডমুক্ত রোগীরা তাদের কাছে ১১ ধরনের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। তার মধ্যে যেমন ক্লান্তি, ক্ষুধামন্দার মতো বিষয়গুলো রয়েছে, তেমন রয়েছে দেহে রক্ত শর্করার অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি।

এমস কর্তৃপক্ষের দাবি, ৩ হাজার রোগীর মধ্যে ৪৮০ জন জানিয়েছেন – তাদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ৮৪০ জন জানিয়েছেন, তারা খুবই দুর্বল বোধ করছেন। ৬৩৬ জন জানিয়েছেন, কোভিডমুক্ত হওয়ার পরও তাদের মধ্যে ক্লান্তি ভাব রয়েছে।

এস সি/০২ জুলাই

Back to top button