মাত্র ১০ মিনিটে নিজেই করে ফেলুন দারুণ সুন্দর পার্টি খোঁপা
আজ ছুটির দিন, সেই সাথে আবার বিয়ের মৌসুমও বটে। নিশ্চয়ই কোথাও না কোথাও দাওয়াত আছে আপনার? হ্যাঁ, চুলের স্টাইল পার্লারে গিয়ে করা যায় বটে, কিন্তু ছুটির দিন গুলোতে পার্লারে থাকে মারাত্মক ভিড়। সেই সাথে অনেকগুলো টাকা খরচের ব্যাপারও আছে বৈকি।
তাহলে উপায়? উপায় হলো নিজেই করে ফেলুন সুন্দর হেয়ার স্টাইল। আজ রইলো মাত্র ১০ মিনিটে দারুণ একটি পার্টি খোঁপা করার কৌশল। এত সহজ এই খোঁপাটি করা যে কোন রকম প্র্যাকটিস ছাড়াই করে ফেলতে পারবেন। চলুন, দেখে নিন ভিডিও।
যেভাবে করবেন-
-চুলের সামনের অংশটা ফুলিয়ে নিয়ে ক্লিপ দিয়ে আটকে ফেলুন।
-তারপর দুপাশ থেকে আরও অনেকটা করে চুল নিয়ে ক্লিপ দিয়ে আটকে ফেলুন।
-এরপর চুলগুলো দুভাগ করে নিন আর খুব ঢিলা করে দুটো বেণী করুন।
-এবার এই এলোমেলো বেণী খোঁপার মত করে আটকে দিন।
-ব্যাস, তৈরি হয়ে গেলেও দারুণ পার্টি খোঁপা। এখন চাইলে এই খোঁপায় পাথর বসানো খোঁপার কাঁটা বা ফুল পরে নিন।
এস সি