দক্ষিণ এশিয়া

কাশ্মীরে মসজিদে গুলির ঘটনায় পাকিস্তানের নিন্দা

ইসলামাবাদ, ১১ এপ্রিল – ভারতীয় কাশ্মীরের একটি মসজিদে গুলির ঘটনার নিন্দা জানিয়েছে পাকিস্তান। কাশ্মীরের শোপিয়ান এলাকায় গত শুক্রবারের ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ভারতীয় বাহিনী অভিযানের নামে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে এবং এর ক্ষতি সাধন করেছে। এরমধ্য দিয়ে ভারত এ অঞ্চলে তাদের নিপীড়নের পুনরাবৃত্তি করেছে। একে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস বলেও আখ্যায়িত করেছে পাকিস্তান। বিবৃতিটি গণমাধ্যমের কাছে উপস্থাপন করেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরি।

আরও পড়ুন : ভারতে একদিনে নতুন শনাক্ত ১,৫২,৮৭৯ জন

তিনি বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে ভারতীয় বাহিনীর নৈতিক অবক্ষয় স্পষ্ট হয়ে উঠেছে। মানুষের বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়কে আঘাত মানবাধিকারের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের বিরোধী।

কিন্তু ইতিহাস দেখিয়েছে যে, এভাবে ধর্মীয় বিশ্বাসে আঘাত করে কাশ্মীরিদের ‘উদ্দেশ্যকে’ দমিয়ে রাখা যাবে না। ভবিষ্যতেও ভারত সফলতা পাবে না। জাহিদ হাফিজ আরো বলেন, পাকিস্তানের সরকার ও জনগণ ভারতীয় কাশ্মীরের বাসিন্দাদের পাশে থাকবে।

সূত্র : মানবজমিন
এন এইচ, ১১ এপ্রিল

Back to top button