ঢালিউড

এবার পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন অমিত হাসান

ঢাকা, ১১ এপ্রিল – ছিলেন সিনেমার নায়ক। পেয়েছেন জনপ্রিয়তাও। পরে নায়ক থেকে খল-অভিনেতা হয়ে আসেন সিনেমায়। বর্তমানে সিনেমায় খল-অভিনেতা হিসেবেই ব্যস্ততা তার। তিনি অমিত হাসান। ক্যামেরার সামনের এই অভিনেতা এবার আসছেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো পরিচালনায় আসছেন তিনি।

তবে অমিত হাসান কোনো চলচ্চিত্র নির্মাণ করছেন না টিভি নাটকের মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন বলে জানালেন তিনি। খুব শিগগির একটি নাটক পরিচালনা করবেন বলে জানান তিনি। একইসঙ্গে তিনি অভিনয়ও করবেন।

আরও পড়ুন : অবশেষে মুম্বাইয়ে আটকে থাকা দীঘি দেশে ফিরলেন

অমিত হাসান বলেন, ‘আমি শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি। এটিতে কন্ঠ দিয়েছেন আলী মুস্তাফা।’

এদিকে চলচ্চিত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তার হাতে এখন, ‘সীমানা’, ‘ইয়েস ম্যাডাম’, ‘ মাসুদ রানা’ ও ‘যন্ত্রনা’সহ বেশ কিছু ছবি আছে। তবে লকডাউনে অভিনেতা কোনো শুটিং করছেন না বলেও জানান।

সূত্র : সমকাল
এন এইচ, ১১ এপ্রিল

Back to top button