হিমছড়ি সমুদ্রসৈকতে পড়ে আছে বিশাল তিমি
কক্সবাজার, ১০ এপ্রিল – কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এসেছে একটি বিশাল আকৃতির মৃত তিমি, তবে কি কারণে তিমিটির মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানা গেছে।
আরও পড়ুন : কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম করোনায় আক্রান্ত
তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে সাগরের ফিশিং ট্রলার বা শীপের সাথে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়েছে। অনেকে মনে করছেন দস্যুরা তিমিটিকে হত্যা করেছে। মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটি আরও কয়েকদিন আগে মারা পড়েছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা পারভেজ জানান, লোকমুখে শুনে আমি সৈকতে গিয়ে দেখলাম মৃত তিমিটি পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তিমিটি মারা গেছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মৃত তিমির খবর পেয়েছি। ঘটনাস্থলে বনবিভাগের একটি টিম পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১০ এপ্রিল