জাতীয়

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ০৭ এপ্রিল – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসাও পাচ্ছেন না।

আরও পড়ুন : মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

আজ বুধবার বেলা ১২টায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা প্রায় সব হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করছি। সাধারণ রোগী কমিয়ে করোনা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থা করার চেষ্টা অব্যাহত আছে। এতে সাধারণ রোগীদেরও কষ্ট হবে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৭ এপ্রিল

Back to top button