দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে প্রায় ১ লাখ শনাক্ত

নয়াদিল্লী, ০৬ এপ্রিল – ভারতে (কভিড-১৯) করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় এক লাখ।

পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৬ হাজার ৫৫৭ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪৫ জন।

আরও পড়ুন : ভারতকেই আগে এগিয়ে আসতে হবে: ইমরান খান

আগের দিন ভারতে করোনার দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যায়। করোনা প্রাদুর্ভাবের পর এ যাবৎকালে এটাই দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল।

ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৬ লাখ সাড়ে ৮৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জন। করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান তৃতীয় আর মৃত্যুতে চতুর্থ।

জান যায়, করোনার এই উদ্বেগজনক পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল এই বৈঠকটি হবে ভিডিও কনফারেন্স মাধ্যমে।

এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৬ এপ্রিল

Back to top button