ভারতে একদিনেই প্রায় ৯০ হাজার আক্রান্তের রেকর্ড
নয়াদিল্লী, ০৩ এপ্রিল – উদ্বেগ বাড়িয়েই চলেছে করোনাভাইরাস। প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে আক্রান্তর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। গত বছরেও এতটা করুণ অবস্থা হয়নি সেখানে। কর্নাটকেও গত ক’দিনে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তা প্রায় ৫ হাজার। ছত্তিসগড়ে ৪ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে আক্রান্ত সাড়ে তিন হাজারের বেশি। ভোট নিয়ে ব্যস্ত তামিলনাড়ুতেও তা তিন হাজার ছাড়াচ্ছে। উত্তরপ্রদেশেও প্রায় ৩ হাজার। গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে সংক্রমণ আড়াই থেকে তিন হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। হরিয়ানা তেলঙ্গানা, রাজস্থান, পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ গত ক’দিনে লাফ দিয়ে বেড়েছে।
শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন সাত শতাধিক মানুষ।
আরও পড়ুন : ভারতের প্রধানমন্ত্রী হলে কী করতেন রাহুল গান্ধী?
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুও বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭১৪ জনের। তার মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪৮১ জনের। মহারাষ্ট্রে এ রকম চলতে থাকলে লকডাউন ঘোষণা করতে বাধ্য হবেন বলে শুক্রবার জানান উদ্ধব ঠাকরে। সেখানে এখনও বড় অংশের মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। ঠাকরে নিজেদের শুধরে নিতে ২ দিন সময় দিয়েছেন। এর পরেই তিনি পরবর্তী পদক্ষেপ করবেন।
এমতাবস্থায় ভারতে লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি রাজ্যে লকডাউন দেওয়া হতে পারে।
তবে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৫ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১১০ জন।
সূত্র : বিডি ২৪ লাইভ
অভি/ ০৩ এপ্রিল