কক্সবাজার

কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম করোনায় আক্রান্ত

কক্সবাজার, ০৩ এপ্রিল – কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ জাফর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের পিএস আমিন চৌধুরী।

শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। আমিন চৌধুরী জানান, সংসদে যোগ দিতে হলে করোনা রিপোর্ট জমা দিতে হয়। এ জন্যে তিনি করোনা টেষ্ট করান।

আরও পড়ুন : কক্সবাজারের কুতুপালংয়ে মার্কেটে আগুন, নিহত ৩

বৃহস্পতিবার তিনি পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিয়েছিলেন। শুক্রবার সংসদ সদস্য জাফর আলমের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। শরীরে তেমন কোন উপসর্গ দেখা দেয়নি। সাংসদ জাফর আলম সুস্থতার জন্য চকরিয়া-পেকুয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ এপ্রিল

Back to top button