দক্ষিণ এশিয়া

পাকিস্তানে করোনার হটস্পটে বিয়ের অনুষ্ঠান বন্ধ হচ্ছে

ইসলামাবাদ, ২৯ মার্চ – পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ৫৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর ২১ জুনের পর করোনা আক্রান্তের দিক দিয়ে এটাই সবচেয়ে বেশি।

করোনার তৃতীয় ঢেউ আসায় দেশটিতে নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির যেসব এলাকায় করোনার সংক্রমণের হার ৮ শতাংশের বেশি, সেসব শহর ও জেলায় বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন : ভারতে করোনায় চলতি বছরে রেকর্ড ৩১২ জনের মৃত্যু

রোববার (২৮ মার্চ) করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দেশটির কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ উমরের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে চার প্রদেশের মুখ্য সচিবেরা যোগ দেন।

বৈঠকে ঘরে-বাইরে সব ধরনের বিয়ের অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতির ওপর নির্ভর করে প্রদেশগুলো এই বিধিনিষেধ আরোপের সময় নির্ধারণ করতে পারবে।

আগের মতোই দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ২৯ মার্চ

Back to top button