আরব আমীরাত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আবুধাবি, ০৯ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মাহিম চৌধুরী (১৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৩ মার্চ দেশটির উম্মআল-কোয়াইন ঘোড়ার চকে রাস্তা পার হতে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান।

নিহতের আত্মীয় মুহাম্মদ রাকিব জানান, গত ১১ ফেব্রুয়ারি ভিজিট ভিসায় আমিরাতের উম্ম আল-কোয়াইনে আসেন।

আরও পড়ুন : কুড়িয়ে পাওয়া ২৪ লাখ টাকা ফিরিয়ে দিলেন প্রবাসী মহসিন সুমন

নিহত মুহাম্মদ মাহিম চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মুজাফফরপুর গ্রামের দিল মোহাম্মদ সওদাগরের বাড়ির মাহমুদুল হক তালুকদারের প্রথম ছেলে। দুই ভাই এক বোনের মাহিম সবার বড়।

তার মৃত্যুতে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ও দেশে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন এইচ, ০৯ মার্চ

Back to top button