ক্রিকেট

আরও একটি বাজে রেকর্ড গড়ল ইংল্যান্ড

আহমেদাবাদ, ২৫ ফেব্রুয়ারি – টেস্ট ক্রিকেটে সবশেষ ৫০ বছরে এনিয়ে ষষ্ঠবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারের মধ্যেই অলআউট ইংল্যান্ড।

ভারতের আহমেদাবাদের ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে এমন বাজে রেকর্ড গড়ল জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতে চলমান সিরিজটি বিরাট কোহলি-জো রুটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে যারা জিতবে তাদের নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে।

অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে জয় দিয়ে সফর শুরু করা ইংল্যান্ড হেরে যায় সিরিজের দ্বিতীয় টেস্টে।

বুধবার শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮০ রান করা ইংল্যান্ড এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট।

আরও পড়ুন : রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা

বাঁ-হাতি অক্ষর প্যাটেল আর ডানহাতি রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১১২ রানে অলআউট ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার জ্যাক ক্রলি।

ভারতের হয়ে ৩৮ রানে ৬ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই দুই স্পিনার মিলে শিকার করেন ৯ উইকেট। ভারতের হয়ে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ১ উইকেট শিকার করেন পেস বোলার ইশান্ত শর্মা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারানো ভারত, প্রথম দিনের শেষ মুহূর্তে হারায় অধিনায়ক বিরাট কোহলির উইকেট। ডে-নাইট ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৯ রান। ৫৭ রানে অপরাজিত আছেন ওপেনার রোহিত শর্মা।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি

Back to top button