রংপুর

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি রনির অব্যাহতি প্রত্যাহার

রংপুর, ০১ ফেব্রুয়ারি – রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির ওপর আরোপিত অভিযোগ আদালতে সত্য প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনরায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে পুনর্বহাল করা হয়।

আরও পড়ুন : ঘর দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে ২ জনের কারাদণ্ড

এছাড়াও আগামী ২ মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির বিরুদ্ধে ভুয়া বিয়ে করে একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন এক স্কুল শিক্ষিকা। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১২ অক্টোবর রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিলো তাকে।

তখন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকারকে রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিলো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ ফেব্রুয়ারি

Back to top button