ক্রিকেট

আগুনে বোলিং ও অধিনায়কত্বে টি-টেন লিগ মাতালেন নাসির

আবুধাবি, ২৯ জানুয়ারি – সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসররে পুনে ডেভিলসকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের নাসির হোসেন। উদ্বোধনী দিনেই ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে পুনের অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে গেল নাসিরের। অভিষেকেই নিজের জাত চেনালেন এই অলরাউন্ডার।

অধিনায়ক হিসেবে নেমেই প্রথম জয়টা আসে টসের মাধ্যমে। টসে জিতে ফিল্ডিং নেন দূরদর্শী এ দলনেতা। ফিল্ডিং নেওয়ার পর ডেকানের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে আক্রমণে আসেন নাসির। দ্বিতীয় বলেই বোল্ড করেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান সুনিল নারিনকে। ওভারের শেষ বলে সাজঘরে সাজঘরে ফেরান আফগান হার্ড হিটার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে।

আরও পড়ুন : শিগগিরই ফিরছেন সুস্থ সাকিব

ডেকান ইনিংসের সপ্তম ওভারে আবারো বোলিংয়ে আসেন নাসির। ওভারের চতুর্থ বলে আউটে করেন ১১ বলে ১৭ রান করা প্রশান্ত গুপ্তকে। ২ ওভারে ১৮ রান দিয়ে নাসির শিকার করেন ৩ উইকেট।

নাসিরের বোলিং তোপে মাত্র ৫৬ রানেই ৪ উইকেট হারায় ডেকান। তবে আজম খানের ১৩ বলে অপরাজিত ৩৭ রানের কল্যাণে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করে ডেকান। জবাবে কেনার লুইসের ২৮ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে যায় নাসিররা। দুর্দান্ত অধিনায়কত্ব ও বোলিং করা নাসিরের ব্যাটিংয়ে নামতে হয়নি।

সূত্র : কালের কান্ঠ
এন এইচ, ২৯ জানুয়ারি

Back to top button