অপরাধ

বিটকয়েন প্রতারক চক্রের ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

ঢাকা, ১৩ জানুয়ারি – দেশে বিটকয়েন প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড মো. রায়হান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, অবৈধ এই ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে প্রতারণামূলকভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। তাকে এ কাজে সাহায্য করেছে পাকিস্তান, নাইজেরিয়া, রাশিয়ান স্মাগলার ও ক্রেডিট কার্ড হ্যাকাররা।

প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান সম্প্রতি এক কোটি ১০ লাখ টাকা দামের বিলাসবহুল অডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

বুধবার (১৩ জানুয়ারি) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইনে নিষিদ্ধ মুদ্রা বিটকয়েন ক্রয়-বিক্রয় ও ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের এই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ভ্যাকসিন কেনার দ্বিতীয় ধাপে বরাদ্দ ৭১৯ কোটি টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাকিস্তানের সাঈদ (২২) নামের এক নাগরিকের মাধ্যমে তিনি এ জগতে পা দেন। এরপর আরও অনেকের সাহায্য পেয়েছেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক অ্যাকাউন্টের কাগজ জব্দ করা হয়েছে।

লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, রায়হান আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে এখন পর্যন্ত ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান সম্প্রতি এক কোটি ১০ লাখ টাকা দামের অডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

র‌্যাব জানায়, তিনি ২০০৬ সালে ব্যক্তিগত আগ্রহে কম্পিউটারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ করার পর তিনি ২০১১ সাল থেকে ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন ও ইউটিউব চ্যানেল ইত্যাদি পরিচালনা করে আসছিল। পরে ২০২০ সালের জুন মাসে পাকিস্তানি ওই নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এ/ ১৩ জানুয়ারি

Back to top button