মধ্যপ্রাচ্য

জঙ্গি ঘাঁটিতে সিরিয়ায় ১৩০ বার বিমান হামলা, নিহত ১২

দামেস্ক, ১০ জানুয়ারি- এক-দু’বার নয়, ১৩০ বার বিমান হামলা। সিরিয়ায় একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল। এখনও পর্যন্ত ১২ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, আইএসআইএস-এর একাধিক ঘাঁটিতে রুশ বিমান হামলা চালিয়েছে। আইএসআইএস-এর জঙ্গিরা সিরীয় সেনার একাধিক ঘাঁটি দখলে করে রেখেছিল। খবর জিনিউজের।

আরও পড়ুন :  ২০২১ সালের বড় হুমকি চার দেশের ক্ষেপণাস্ত্র

সেইসব ঘাঁটিগুলোকে জঙ্গিমুক্ত করতেই এই বিমান হামলা বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, বিমান হানার পর থেকেই সেনা ঘাঁটিগুলো ছেড়ে পালাতে শুরু করে আইসিস জঙ্গিরা। গত ৪৮ ঘণ্টায় ১৩০ বার বিমান হামলা হয়েছে। সিরিয়ার সেনাও একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯ জন সেনার মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সিরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সেনার উপর হামলা করেছিল আইএসআইএস জঙ্গিরা। একের পর এক এলাকা দখল করেছিল তারা। তবে ধীরে ধীরে সেসব এলাকায় আবার সেনা নিজের কর্তৃত্ব কায়েম করতে পেরেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দখল হারানোর পর মরুভূমির দিকে সরে এসেছিল আইএসআইএস। তবে সেসব জায়গাগুলোও জঙ্গিমুক্ত করতে হামলা চালায় সিরিয়ার সেনা। এবার বিমান হানায় একাধিক জঙ্গি ঘাঁটি কার্যত ধূলিস্যাৎ হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১০ জানুয়ারি

Back to top button