ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাই মূল লক্ষ্য

ঢাকা, ১১ অক্টোবর- দীর্ঘ ৭ মাস পর অবশেষে দেশের মাঠে ফিরেছে ক্রিকেট। প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন জাতি ওয়ানডে সিরিজের আয়োজন করেছে বিসিবি। মূলত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই এমন উদ্যোগ।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা মাথা থেকে একেবারে সরিয়ে ফেলেনি বিসিবি। এফটিপি অনুযায়ী আগামীতে যেসব সিরিজ আছে বাংলাদেশের, সেগুলো নিয়ে কাজ করছে তারা। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, আমরা ধাপে ধাপে ক্রিকেট শুরু করতে চেয়েছিলাম, এখন পর্যন্ত ভালোভাবেই হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে কীভাবে ফেরাতে পারি, সেটাই এখন মূল লক্ষ্য।

প্রেসিডেন্টস কাপের পরপরই করপোরেট লিগ আয়োজন করবে বিসিবি। যদিও টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড। আসরে বিদেশি খেলোয়াড় থাকবে কিনা, কোন পদ্ধতিতে আয়োজন করা হবে টুর্নামেন্ট, সবই এখনো অনিশ্চিত।

বিসিবি সভাপতি বলেন, টি-টোয়েন্টি লিগে বিদেশি খেলোয়াড় থাকবে কিনা, এখনও চূড়ান্ত নয়। বিদেশি খেলোয়াড় থাকবে কিনা, তা মঙ্গলবারের মধ্যে জানা যাবে। করপোরেট টি-টোয়েন্টি লিগে ৫টি টিম আমরা রেডি করে দেব। তারপর স্পন্সর কিংবা ফ্র্যাঞ্চাইজিকে প্রস্তাব দেয়া হবে, কেউ নিলে নেবে, নয়তো আমরাই চালাব।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের মূল আকর্ষণ ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএল নিয়েও আলোচনা হয়েছে।

পাপন বলেন, ঢাকা প্রিমিয়ার লিগের সম্ভাব্যতা নিয়ে গেইম ডেভেলপমেন্টের কাছে দুই সপ্তাহ আগে জিজ্ঞেস করেছিলাম। ওরা আজকে জানাল, ডিপিএল আয়োজন সম্ভব। সেক্ষেত্রে সম্ভাব্য ভেন্যু হতে পারে বিকেএসপি।

করোনার প্রভাবে গত মার্চে ডিপিএল শুরু হওয়ার পর মাত্র ১ রাউন্ড শেষেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি।

সূত্র: সময়টিভি

আর/০৮:১৪/১১ অক্টোবর

Back to top button