ক্রিকেট

ভারতকে হারানোর পুরস্কার পাবেন নারী ক্রিকেটাররা

ঢাকা, ১৭ জুলাই – বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কিছু অর্জন করে, তখন ক্রিকেটাররা বোনাস বা পুরস্কার পেয়ে থাকেন। ক্রিকেটারদের মাঠের লড়াইয়ের অবদানকে সবসময় বড় করে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নিজেদের পারফরম্যান্সের জন্য পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয়ের দেখা পেয়েছে টাইগ্রেসরা। এশিয়ার পরাশক্তি ভারতের মেয়েদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত লো-স্কোরিং ম্যাচে ৪০ রানের ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতের মেয়েদের বিপক্ষে প্রথমবারের ওয়ানডে ফরম্যাটে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। এমন জয় উপলক্ষে কিছু না কিছু পুরস্কার পাবেন নারী দলের ক্রিকেটাররা। গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরি সুজন।

গতকাল হোম অব ক্রিকেটে ম্যাচ শেষে সাংবাদিকদের সুজন বলেন, ‘আপনারা জানেন বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। অবশ্যই কিছু না কিছু থাকবে। সচরাচর জিতলে এমনিতেই বোনাস থাকে। আর এ ধরনের জয়েতো অবশ্যই (বিশেষ কিছু) থাকবে আশা করি।’

বিসিবির এই কর্মকর্তা আরও যোগ করেন, ‘অবশ্যই এটা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটা বড় জয়। আমাদের মেয়েদের একটা আক্ষেপ ছিল তারা এখানে নিয়মিত খেলা পাচ্ছে না। সেটাও হয়েছে, সাথে ভারতের বিপক্ষে একটা জয়ও হয়েছে। আমরা এশিয়া কাপে তাদের হারিয়ে শিরোপা জিতেছি, সেটা ছিল টি-টোয়েন্টি। সে হিসেবে ওয়ানডেতে জয়টা আমাদের জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত।’

এদিকে দীর্ঘ ১১ বছর পর মিরপুর শের-ই বাংলায় খেলতে নেমে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগ্রেসরা। তবে ওয়ানডে সিরিজ জিততে চান নারী ক্রিকেটাররা। তাই সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নিগার সুলতানা জ্যোতি। সিরিজ জয়ের পরেই উল্লাস করতে চান বাংলাদেশের অধিনায়ক।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ জুলাই ২০২৩

Back to top button