পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৩৫৯১, মৃত্যু ৬২

কলকাতা, ১০ অক্টোবর- পুজোর মুখে রাজ্যে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। উৎসবের মরশুমে দৈনিক সংক্রমণ বেড়ে চলায় ঘোর উদ্বেগে স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৩৫৯১ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবারে রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ৬২ জনের মৃত্যু হয়েছে৷ শুক্রবারও সংখ্যাটা একই ছিল৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৬৩ জন৷

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৫৯১ জন৷ সংক্রমণে রাজ্যে এটাই একদিনে সর্বোচ্চ রেকর্ড৷ শুক্রবার ছিল ৩,৫৭৩ জন৷ সংক্রমণ প্রতিদিনই নিজের রেকর্ড নিজে ভাঙ্গছে৷ ফলে এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৯১ হাজার ১৯৪ জন৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রায় ৩০ হাজার৷ তথ্য অনুযায়ী, ২৯ হাজার ৭৯৩ জন৷ শুক্রবারের তুলনায় ৪৯৭ জন বেশি৷ সম্প্রতি একদিনে এটাই সর্বোচ্চ রেকর্ড৷ এক সময় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমতে কমতে ২৩ হাজারে নেমে এসেছিল৷ সেটা ফের বাড়তে শুরু করায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের৷

আরও পড়ুন: ‘অপদার্থ’ বলা আশিস বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী ঘোষণা অনুব্রতর

এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা অনেক কম৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,০৩২ জন৷ শুক্রবার ছিল ৩,০৬৯ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠার সংখ্যাটা ২ লক্ষ ৫৫ হাজার ৮৩৮ জন৷ তবে রাজ্যে সুস্থতার হার তুলনামূলক আরও কমে গিয়েছে৷ তথ্য অনুযায়ী,৮৭.৮৬ শতাংশ৷ শুক্রবার ছিল ৮৭.৯০ শতাংশ৷

একদিনে যে ৬২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ২০ জন৷ উত্তর ২৪ পরগনার ১২ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৭ জন৷ হাওড়ার ৯ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ বাকুড়া ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ১ জন৷ মালদা ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ১ জন৷ কোচবিহার ১ জন৷

যদিও বাংলায় একদিনে ৪২ হাজার ৮৫৫ টি নমুনা টেস্ট হয়েছে৷ শুক্রবার ছিল ৪২ হাজার ৫৩২ টি৷ তুলনামূলক এদিন বেশি টেস্ট হয়েছে৷ এই মূহুর্তে মোট টেস্টের সংখ্যা ৩৬ লক্ষ ৫০ হাজার ৯৮৯ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৪০,৫৬৭ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮৯টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৭১৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ১০ অক্টোবর

Back to top button