বলিউড

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হল অ্যাঞ্জিওপ্লাস্টি

মুম্বাই, ০২ মার্চ – প্রেম ছাড়া আর কোনো খবরে নেই সুস্মিতা সেন। মাঝেমধ্যে খোলামেলা পোশাক ও শরীর চর্চার ভিডিও পোস্ট করেও লাইমলাইটে আসেন তিনি। তবে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের এই গুণী অভিনেত্রী। বৃহস্পতিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

কয়েক দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।

৪৭ বছর বয়সী সুস্মিতা সেন তার পোস্টে বলেন, ‘কয়েক দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে। স্টেন্ট পরানো হয়েছে। সবচেয়ে জরুরি কথা হলো, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। সময়মতো তাদের সহযোগিতা ও গঠনমূলক পদক্ষেপের জন্য সবাইকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, ১৯৯৪ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতার পর বলিউডে পা রাখেন সুস্মিতা। সবশেষ তাকে কাজলের সঙ্গে ‘নো প্রবলেম’ এবং বাংলা সিনেমা ‘নির্বাক’-এ দেখা যায়।

আইএ/ ০২ মার্চ ২০২৩

Back to top button