সংগীত

স্বামীকে নিয়ে বুশরার ‘একশো নালিশ’!

ঢাকা, ০৩ এপ্রিল – দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল বুশরা শাহরিয়ারের ‘একশো নালিশ’ গানের মিউজিক ভিডিও। নবদম্পতি বুশরা-সুমিতের খুনসুটি ও মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই মিউজিক ভিডিও।

এতে বুশরার গায়কীতে মুগ্ধ হওয়ার পাশাপাশি দর্শক মুগ্ধ হয়েছে তার সাবলীল অভিনয় দেখে। জনপ্রিয় মডেল ও অভিনেতা সুমিতের সঙ্গে স্ক্রিনে দারুণ মানিয়েছে বুশরাকে।

কল্পনাবিলাসী বুশরার বিয়ে পরবর্তী জীবন এবং জীবন সঙ্গীর কাছ থেকে পাওয়া না পাওয়া এবং অভিমানের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘একশো নালিশ’ মিউজিক ভিডিওটি।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরায় বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের উপস্থিতিতে বুশরার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘একশো নালিশ’ গানটি। গল্প, আড্ডা, কেক কাটার মধ্যদিয়ে সবাই উপভোগ করেন এর ভিডিও।

‘একশো নালিশ’ গানের কথা ও সুর করেছেন বুশরা নিজেই। আর সংগীতে আছেন সাজিদ সরকার। গল্পে বুশরার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও মডেল সুমিত সেনগুপ্তকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে ‘প্রেক্ষাগৃহ’।

এম এস, ০৩ এপ্রিল

Back to top button