উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে করোনা সংক্রমণের রেকর্ড

ওয়াশিংটন, ৩১ অক্টোবর- মার্কিন নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র ৪ দিন আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

এক ডজনের বেশি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। দেশটিতে শুক্রবার পর্যন্ত ৯০ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ। রয়টার্সের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ২ লাখ ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। হাসপাতালে ভর্তি রোগী ও মৃতের সংখ্যা উর্ব্ধমুখী।

এদিকে মঙ্গলবার নির্বাচনে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। অক্টোবর মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল।

আরও পড়ুন: দোদুল্যমান রাজ্যগুলোতে ছুটছেন ট্রাম্প-বাইডেন

যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের পরিস্থিতি ভয়াবহ। এ অঙ্গরাজ্যগুলো মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উইসকনসিনে ট্রাম্পের নির্বাচনী শোভাযাত্রা ঘিরে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ নিয়ে চিন্তিত নন। নির্বাচনী শোভাযাত্রার আগে শুক্রবার তিনি টুইট করে বলেছেন, ‘পরীক্ষা বেশি তাই করোনা সংক্রমণ শনাক্ত বেশি। আমরা পরীক্ষার ক্ষেত্রে সেরা। মৃত্যুর সংখ্যা কমছে।’ট্রাম্পের নির্বাচনী শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পরীক্ষা করার পাশাপাশি মাস্ক দেওয়া হচ্ছে। তবে এসব শোভাযাত্রার সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। অনেক সমর্থক মাস্ক পরছেন না।

ডোনাল্ড ট্রাম্পের মতোই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন জো বাইডেন। তিনি অবশ্য সামাজিক দূরত্ব মানার চেষ্টা করছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ অক্টোবর

Back to top button