জাতীয়

পদ কেনাবেচার রাজনীতি আ.লীগ করে না: মাহবুবউল আলম হানিফ

 

ঢাকা, ২৪ অক্টোবর- আওয়ামী লীগ দলীয় পদ কেনাবেচার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই দলীয় পদ কেনাবেচার রাজনীতি করে না। এই অভ্যাস আওয়ামী লীগের নেই, এটা বিএনপির কাজ। এই অভ্যাসতো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। উনি যখন দল গঠন করেছিলেন তখন বিভিন্ন দল ভেঙে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে কেনাবেচা করেছিলেন।

আরও পড়ুন:  ব্যারিস্টার রফিক-উল হকের প্রতি বিএনপির শ্রদ্ধা

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারি ক্লাবের আয়োজনে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, বিএনপির এখন এতোই দৈন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না। কর্মকাণ্ডের কারণে তারা সমাজে এতোই অগ্রহণযোগ্য ও এতোটাই ঘৃণিত হয়ে গেছে যে, মানুষ তাদের সঙ্গে কোনো সর্ম্পকই স্থাপন করতে চায় না। এর জন্য চরম হতাশায় তারা নানান সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন।

রোটারিয়ান অজয় সুরেকার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুরুন-নাহার বেগম, জেলা বিএমএ’র সভাপতি ডা. এসএম মুস্তানজিদ প্রমুখ।

সূত্র : বার্তা২৪

আর/০৮:১৪/২৪ অক্টোবর

Back to top button