চোখকে বড় এবং আকর্ষণীয় করে ফেলুন মেকআপের সহজ কৌশলে (ভিডিও সংযুক্ত)
নারী সৌন্দর্যের অন্যতম অঙ্গ হল চোখ। শুধুমাত্র চোখ সাজিয়ে মুখের সাজ সম্পূর্ণ করা যায়। অনেকেই সাজ বলতে চোখের সাজকে বুঝে থাকে। নিজের চোখের আকৃতি নিয়ে আক্ষেপের শেষ থাকে না। ইস! আমার চোখটা যদি আরেকটু বড় হত! এমন কথা অনেককেই বলতে শোনা যায়। এই আক্ষেপ দূর করা সম্ভব মেকআপ দিয়ে। মেকআপ দিয়ে সহজ কিছু ধাপে নিজের পছন্দমত আকৃতি করে ফেলতে পারেন চোখের। মেকআপের সহজ কিছু কৌশলে আরও আকর্ষণীয় করে ফেলতে পারেন আপনার চোখ জোড়াকে।
যা যা লাগবে:
ন্যুড হাইলাইটার পেন্সিল
ব্রাশ সাইজ ২৪
ন্যুড আইশ্যাডো
ব্রাশ সাইজ ২৩
আইলাইনার
ব্রাশ সাইজ ৩০
কার্লার
মাশকারা
যেভাবে করবেন:
১। প্রথমে হাইলাইটার (হালকা কোন রং ব্যবহার করবেন) দিয়ে চোখের ভিতরের কোল এবং কোণ হাইলাইট করে নিন। চোখের মাঝের অংশ বাদ দিয়ে বাইরের কোল হাইলাইটার দিয়ে এঁকে নিন।
২। এবার একই হাইলাইটার দিয়ে ভ্রুয়ের নিচের অংশ এবং চোখের পাতার ভেতরের অল্প করে হাইলাইটার লাগিয়ে নিন। এবার ব্রাশ দিয়ে ভাল করে সম্পূর্ণ চোখের পাতায় লাগিয়ে নিন।
৩। এখন চোখের পাতায় হালকা অথবা ন্যুড কোন আইশ্যাডো লাগিয়ে নিন। চোখের ভিতরের কোণগুলো ভালো করে লাগিয়ে নিন।
৪। এরপর আগের চেয়ে গাঢ় আইশ্যাডো নিয়ে বাইরের পাতায় কোণে আঁকুন।
৫। এবার আইলাইনার দিয়ে চোখের কোণ থেকে মাঝ বরাবর পর্যন্ত টেনে নিন।
৬। কার্লার দিয়ে চোখের পাপড়ি কার্ল করে মাশকারা লাগিয়ে ফেলুন।
৭। এবার আয়নায় নিজেকে একবার দেখুন, কি চোখ জোড়াকে বড় দেখাছে তো?
ছোট এই ভিডিওতে দেখে ফেলুন সম্পূর্ণ মেকআপ পদ্ধতি
এস সি