ঠাকুরপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ ফেরত
চুয়াডাঙ্গা, ২১ অক্টোবর- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত ওমিদুলের লাশ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার বিকাল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, রবিবার ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে যায়। এ সময় ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যার পর লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হত্যার চার দিন পর দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠককের মাধ্যমে লাশ ফেরত দেয়।
আরও পড়ুন: নড়াইলে জাতীয় স্যানিটেশন দিবস পালিত
বৈঠকে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র উপঅধিনায়ক আহমেদ ও ফেরদোস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার মো. বারেক দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম, ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদার, কৃষ্ণনগর থানা পুলিশ, কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাগণ।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২১ অক্টোবর