বিজ্ঞান ও প্রযুক্তি

কীভাবে খুঁজবেন সাইলেন্ট অবস্থায় থাকা ফোন?

অনেকেই বিভিন্ন সময় মোবাইল সাইলেন্ট রাখেন। আবার হঠাৎ করে খুঁজতে শুরু করলে সেটা আর খুঁজে পান না। এরকম ঘটনা প্রায়ই হয়। সাধারণভাবে ফোন খুঁজে না পেলে অন্য কোনও ফোন থেকে নিজের নম্বরে ডায়াল করলেই রিং বাজতে শুরু করে। আর সেই আওয়াজ অনুসরণ করে সহজেই মোবাইলটি খুঁজে পাওয়া যায়। কিন্তু ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে এই কৌশল কার্যকর হবে না। তখন ভিন্ন কৌশল অনুসরণ করতে হবে। যেমন-

১. প্রথমে অন্য কোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

২. সেখানে সার্চ অপশনে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন।

৩. তার পর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

৫. এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

৬. এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

আরও পড়ুন:  চাঁদে প্রথম মোবাইল নেটওয়ার্ক তৈরি করবে নকিয়া

৭. ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে সহজেই খুঁজে বের করতে পারবেন। আর সেই আওয়াজ অনুসরণ করে সহজেই মোবাইলটি খুঁজে পাওয়া যাবে।

তবে এই পদ্ধতিতে ফোন পেতে হলে আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নতুবা এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাওয়া যাবে না।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/২১ অক্টোবর

Back to top button