পশ্চিমবঙ্গ

কলকাতায় বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে সময়

কলকাতা, ১৯ অক্টোবর- দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর খুলে গিয়েছে কলকাতা মেট্রো। সামনেই পুজো। সেই দিকে লক্ষ্য রেখে এবার বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শুধু তাই নয়, বদলে যাচ্ছে মেট্রো চলাচলে সময়ও। অতিরিক্ত যাত্রী নিয়ে পুজোর সময় ভিড় সামাল দেওয়াই লক্ষ্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।

সোমবার থেকে চালু হচ্ছে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর দিনে যেখানে ১৪৬টি ট্রেন চলত, সেখানে সংখ্যা বাড়িয়ে ১৫২ করা হচ্ছে। প্রতি মেট্রোর মধ্যে থাকছে ৮ মিনিটের ফাঁক। তবে রবিবারগুলোতে সময় পরিবর্তন হতে পারে এবং কমতে পারে মেট্রোর সংখ্যা।

বদলাচ্ছে মেট্রো চলাচলের সময়ও। দমদম ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো রাত ৮.৩০য়ের বদলে ছাড়বে রাত ৯টায়। উল্লেখ্য এই শেষ মেট্রোর সময় রবিবারগুলিতে বদলে যেতে পারে। কলকাতা মেট্রোর এক উচ্চপদস্থ কর্তা সাংবাদিকদের জানান মেট্রো পরিষেবাকে প্রায় স্বাভাবিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ। এতে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে, তেমনই পুজোর সময় ভিড় সামাল দেওয়ার ব্যবস্থাও করা যাবে।

অক্টোবর মাসের শুরুতেই উদ্বোধন করা হয় ফুলবাগান স্টেশনের। ৪ অক্টোবর বিকালে ওই স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু ওই অনুষ্ঠানে ডাক পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: কলকাতায় করোনার কোপ পড়েছে পূজার আয়োজনে

যদিও এই বিষয় মেট্রো কর্তৃপক্ষ সূত্রে কিছু জানা যায়নি৷ করোনা আবহে দিল্লির রেল ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, ২০২১ শেষ হওয়ার আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে৷ পাশাপাশি প্রকল্পে দেরির জন্য কাঠগড়ায় তোলেন রাজ্য সরকারকে৷ তিনি বলেন,ফুলবাগান মেট্রো প্রকল্প ত্বরান্বিত হয়েছে প্রধানমন্ত্রীর কারণে৷ এই প্রকল্পে অনেক বাধা ছিল৷

কিন্তু ইঞ্জিনিয়াররাও অসীম দক্ষতায় সব বাধা পেরিয়েছেন৷ ফুলবাগান স্টেশনের সূচনার মধ্যে দিয়ে কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক যুক্ত হল৷ রেলমন্ত্রী পীযূষ গয়ালের পাশাপাশি দিল্লি থেকে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাবুল সুপ্রিয় (ইস্ট-ওয়েস্ট মেট্রোর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মন্ত্রী) ও দেবশ্রী চৌধুরী৷

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১৯ অক্টোবর

Back to top button