ক্রিকেট

প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বো, ২১ এপ্রিল – স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে মুমিমুলবাহিনী। দলে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। একাদশে জায়গা হয়নি তরুণ বাঁহাতি পেস বোলার শরিফুল ইসলামের।

আরও পড়ুন : মুম্বাইকে হারিয়ে প্রতিশোধ নিল দিল্লি

তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ইনিংসে সূচনা করেছেন সাইফ হাসান। এছাড়া দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীমরা। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজরা রয়েছেন স্পিনার হিসেবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২১ এপ্রিল

Back to top button