ঢালিউড

করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

ঢাকা, ১৮ এপ্রিল – একুশে পদক জয়ী অভিনেতা এস এম মহসীন আর নেই। তিনি সকাল ৯ টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এস এম মহসীন করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

আরও পড়ুন : আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের জানাজা, বনানীতে দাফন

এস এম মহসীন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

এন এইচ, ১৮ এপ্রিল

Back to top button