চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে গেল আরও ৭ প্রাণ, শনাক্ত ২৫২

চট্টগ্রাম, ১৮ এপ্রিল – চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৫৮টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ২৫২ জন। এদের মধ্যে নগরের ২৩৫ জন এবং উপজেলার ১৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৯৩৪ জনে।

একইসময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। যাদের মধ্যে পাঁচজন নগরের এবং দুইজন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট ৪৫৯ জনের মৃত্যু হল।

রবিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কতৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন : এক কোটি ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে মোট ৩৩৪টি করোনার নমুনার বিপরীতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৭০জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০৩ জনের নমুনা পরীক্ষায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৩৮ জন।

এদিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪৪ জনের, ইম্পেরিয়াল হাসপাতালে ৫৪ জনের, শেভরন ক্লিনিক ল্যাবে ৩৫৩ জনের এবং আরটিআরএল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯ জনের, ইম্পেরিয়ালে ২ জনের, শেভরনে ৮৮ জনের এবং আরটিআরএল ল্যাবে ৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনপ্রকার করোনার নমুনা পরীক্ষা হয়নি।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৮ এপ্রিল

Back to top button