চট্টগ্রাম

এক কোটি ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম, ১৭ এপ্রিল – চট্টগ্রামের সাতকানিয়া থানার আফজালনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : বাসার বাবুর্চিকে মালিক সাজিয়ে জমি আত্মসাৎ করেছেন হুইপ শামসুল হক

শনিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঞা। তিনি বলেন, র‍্যাব-৭ গোপন সূত্রে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে র‍্যাব-৭ আফজালনগর এলাকার হাসমতের দোকানের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

তিনি আরও বলেন, কক্সবাজারের দিক থেকে একটি ট্রাক র‍্যাবের চেকপোস্টের দিকে আসতে থাকলে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। র‍্যাব সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন। ট্রাকটি র‍্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটির চালক মো. আবুল হোসেন (৩২) এবং হেলপার মো. মানিক মিয়াকে (২৯) গ্রেফতার করে।

র‍্যাবের কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের কেবিনের ভেতর ইয়াবা ট্যাবলেট আছে বলে তারা স্বীকার করে। এক পর্যায়ে আসামিরা ট্রাকের কেবিনের ভেতর ড্রাইভারের সিটের পিছন থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৪টি ইট সদৃশ কালো রঙের স্কচটেপ পেঁচানো প্যাকেট থেকে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা বের করে দেয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত আসামিরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার দাম এক কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : ঢাকা পোস্ট
এন এইচ, ১৭ এপ্রিল

Back to top button