মোস্তাফিজকে নিয়ে রাজস্থানের বাংলায় টুইট
মুম্বাই, ১৬ এপ্রিল – রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে বল হাতে প্রায় নিষ্প্রভ ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
পরের ম্যাচে আর তাকে মাঠে নামানো হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু দলের মূল পেসার আরচার এবং পেস অলরাউন্ডার স্টোকসের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচেও সুযোগ পেলেন মোস্তাফিজ।
আর এ সুযোগ পেয়ে প্রথম ওভারেই ভেলকি দেখান এ বাঁহাতি পেসার।
আরও পড়ুন : বাবর অনেক বিশ্বরেকর্ড ভাঙবে : ইনজামাম
পাওয়ার-প্লে শেষে সপ্তম ওভারটি করতে মোস্তাফিজের হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন।
নিজের প্রথম ওভারে একের পর এক স্লোয়ার দিয়ে মাকুর্স স্টইনিসকে পরাস্ত করেন মোস্তাফিজ।
মোস্তাফিজের শর্ট লেন্থের প্রথম বলটি কোনোমতে কভারে ঠেলে দিয়ে এক রান নেন পন্ত। বাকি ৫ বলে আর স্ট্রাইক রোটেট করতে পারেননি দুই ব্যাটসম্যান। পর পর তিনটি বল ডট দেন মোস্তাফিজ। ওভারের পঞ্চম বলটি আউটসাইড এজ হয়ে স্টাম্পের পাশ কেটে বেরিয়ে যেতে থাকলে ডিফেন্ড করার চেষ্টা করেন স্টইনিস। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন। তার ব্যাটকে ছুঁয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে।
সব মিলিয়ে ৬ বলে ১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মোস্তাফিজ।
প্রথম উইকেট পাওয়ার পরই বাংলায় টুইট করে রাজস্থান রয়্যালস। তাদের টুইটে লেখা হয়— ‘পয়লা তে পয়লা, এই তো চাই’।
পয়লা তে পয়লা, এই তো চাই! 🔥
Mustafizur has taken his first wicket as a Royal. 💗 pic.twitter.com/9p37znk3ot
— Rajasthan Royals (@rajasthanroyals) April 15, 2021
দিল্লির বিপক্ষে মোস্তাফিজ নিজের দ্বিতীয় উইকেটটি নেন নিজের চতুর্থ ওভারে। শেষ ওভারের দ্বিতীয় বলে টম কারানের স্টাম্প ভাঙেন এই কাটার মাস্টার।
উনাদকাত ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি দিল্লি ক্যাপিটালস।
দ. আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড মিলারের ৬২ রানের পর শেষ ২ ওভারে ক্রিস মরিসের ৪ ছক্কায় ম্যাচ জিতে নেয় রাজস্থান।
ম্যাচশেষে দলকে অভিনন্দন জানাতে ভোলেননি মোস্তাফিজ। জয়ের নায়ক ক্রিস মরিসকেও অভিনন্দন জানান কাটার মাস্টার।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১৬ এপ্রিল