উত্তর আমেরিকা

ফের যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, প্রতিবাদে রাস্তায় শত শত মানুষ

ওয়াশিংটন, ১৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে ফের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছেন। শহরতলি ব্রুকলিন সেন্টারে ডন্টি রাইট (২০) নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে ট্রাফিক স্টপে পুলিশ গুলি করে মারে।

এ ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে সেখানকার শত শত মানুষ।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছায় যা বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

রাইটের মা কেটি রাইট জানান, রোববার স্থানীয় সময় বিকেলে ছেলে ফোন করে তাকে বলেন, গাড়ির রিয়ার ভিউ মিররে এয়ার ফ্রেশনার ঝুলিয়ে রাখায় (মিনেসোটায় এটি অবৈধ) পুলিশ তাকে আটক করেছে।

তিনি বলেন, পুলিশ আমার ছেলেকে গাড়ি থেকে নেমে আসতে বলছে এমনটি শব্দ শুনতে পাই। আমি ধস্তাধস্তির শব্দ পাই, শুনতে পাই পুলিশ বলছে, ডন্টি, দৌড় দিও না, বলে কাঁদতে থাকেন তিনি। তখন কলটি কেটে যায়। এরপর তিনি আবার কল দিলে রাইটের মেয়েবন্ধু ফোন ধরে জানান, ডন্টি চালকের আসনে মরে পড়ে আছেন।

সূত্র : সমকাল
এন এইচ, ১৩ এপ্রিল

Back to top button