ক্রিকেট

কলম্বো পৌঁছেই করোনার নমুনা দিলেন মুমিনুলরা

কলম্বো, ১২ এপ্রিল – তিন ঘণ্টার বিমান ভ্রমণ শেষে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। সফরকারীদের তিন দিনের কোয়ারেন্টিন করতে হবে কলম্বো শহরের নিগম্বোতে। সেখানেই পৌঁছার পরই করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে মুমিনুল-তামিম-মুশফিকদের। ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে টেস্টের ফল।

সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। এবারের বহরে আছেন সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের ২১ ক্রিকেটার, কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তাসহ মোট ৪১ জন।

আরও পড়ুন : আইপিএলের শুরুতেই দুর্ভাগা মোস্তাফিজ

কলম্বোয় তিন দিন ঘরবন্দি কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এরপর অনুশীলনের সুযোগ মিলবে জৈব-সুরক্ষা বলয়েই।

প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল থেকে। আর দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল। দুটি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত না শুকাতেই মুমিনুল হকের দল আবার নামছে টেস্টের কঠিন পরীক্ষায়।

সূত্র : চ্যানেল আই
এন এইচ, ১২ এপ্রিল

Back to top button