নারায়নগঞ্জ

সোনারগাঁয়ে মামুনুলকাণ্ড: গ্রেফতার ৫৬

নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার পর রয়্যাল রিসোর্ট, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, যুবলীগ এবং ছাত্রলীগ নেতার বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৭টি মামলা দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সোনারগাঁয়ে মামুনুল ইস্যু‌: হেফাজতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

তিনি জানান, মামুনুল হক ইস্যুতে ক্ষতিগ্রস্ত সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ নেতা ও এক নারী বাদী হয়ে পাঁচটি মামলা ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় এখন পর্যন্ত হেফাজত নেতাসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩ এপ্রিল রাতে সোনারগাঁও রয়্যাল রির্সোটে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। এর জেরে হেফাজতের নেতাকর্মীরা রিসোর্ট, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১২ এপ্রিল

Back to top button