নারায়নগঞ্জ

সোনারগাঁওয়ে রিসোর্ট কাণ্ডে গ্রেফতার ১২

নারায়ণগঞ্জ, ০৯ এপ্রিল – নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নারীঘঠিত কাণ্ডে হেফাজতের সহিংসতায় দায়ের মামলায় ১২ হেফাজতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন : না.গঞ্জের থানা ও ফাঁড়ি‌তে ভা‌রি অস্ত্রে স‌জ্জিত নিরাপত্তা চৌকি

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবকাশযাপনের জন্য ওঠেন। নারী নিয়ে হেফাজত নেতার হোটেল কক্ষে আগমনের খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ওই কক্ষে বসেই জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় স্থানীয় লোকজন নারী নিয়ে হেফাজত নেতার অবস্থান করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁয়ের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জড়ো হয়ে রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করে পুলিশের কাছ থেকে হেফাজত নেতাকে ছিনিয়ে নিয়ে যায়। যদিও পুলিশের দাবি, হেফাজত নেতাদের কাছে মামুনুল হককে তুলে দেওয়া হয়। এছাড়া হেফাজত নেতাকর্মীরা মামুনুল হককে ছাড়িয়ে এনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতির বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি এবং সাংবাদিককে মারধরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট ১২ হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁওয়ে ভাঙচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সোনারগাঁও থানা পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬শ’ অজ্ঞাত আসামি করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় হেফাজত কর্মীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক আসামি করা হয়।

সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হেফাজত নেতাকর্মীদের সহিংসতার ঘটনায় মামলায় এজহারভুক্ত ৫ সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৯ এপ্রিল

Back to top button