জাতীয়

মাদানীর বিরুদ্ধে মতিঝিল থানায় ডিজিটাল আইনে মামলা

ঢাকা, ০৮ এপ্রিল – ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : রিসোর্টে যাওয়া ব্যক্তিগত বিষয় তাতে সরকারের এতো মাথা ব্যথার কারণ কী: নূর

তিনি বলেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আদনান শান্ত নামে এক ব্যক্তি। মামলা হওয়ার পর এ বিষয়ে আমাদের তদন্ত শুরু হয়ে গেছে।

সূত্র : মানবজমিন
এন এইচ, ০৮ এপ্রিল

Back to top button