ফিফা কোনো ফান্ড স্থগিত করেনি: সালাম মুর্শেদী
ঢাকা, ০৬ এপ্রিল – আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে। ঠিক এ কারণে ফিফা অনুদান বন্ধ করে দিয়েছে। এনিয়ে দেশের ফুটবলাঙ্গনে বেশ হৈচৈ পড়ে যায়।
মঙ্গলবার, ৬ এপ্রিল বিকেলে সংবাদ সম্মেলনে খবরটাকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি। তিনি জানান, ‘ফিফা কোনো ধরনের ফান্ড স্থগিত করেনি। অর্থ ছাড় হচ্ছে না বলে যে কথাগুলো ছড়িয়েছে তা সঠিক নয়।’
আরও পড়ুন : অন্তিম মুহূর্তে ভালাদোলিদকে হারালো বার্সা
রাজধানীর পান্থপথে আবদুস সালাম মুর্শেদীর ব্যবসায়িক কার্যালয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘১৫ দিন আগেও ফিফা আমাদেরকে একটি বরাদ্দ দিয়েছে।’ সঙ্গে আবদুস সালাম মুর্শেদী জানান, ‘ওই বরাদ্দের কাগজপত্রে ৪ এপ্রিল স্বাক্ষরও করেছি আমি।’
ফিফার সঙ্গে ভার্চুয়াল সভা নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘বাফুফের আর্থিক সংক্রান্ত কার্যক্রমে আরও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফিফা কিছু নির্দেশনা দিয়েছে। ফিফা বড় কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া অনসুরণ করার পরামর্শ দিয়েছে। অন্তত তিনটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে ক্রয়-বিক্রয় করতে বলেছে।’
সূত্র : বার্তা২৪
এন এইচ, ০৬ এপ্রিল