ফুটবল
আবাহনীতে যোগ দিচ্ছেন সানডে
ঢাকা, ০৫ এপ্রিল – মধ্যবর্তী দলবদলে স্কায়াডে পরিবর্তন আনতে যাচ্ছে আবাহনী। ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো রদ্রিগেজকে বিদায় করে দলে টানতে যাচ্ছে নাইজেরিয়ান তারকা সানডে চিজোবাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে কোনো দলই তাকে চুক্তিবদ্ধ করেনি। সর্বশেষ খেলা ক্লাবটিতেই আবার ফিরতে যাচ্ছেন ৩১ বছরের এ স্ট্রাইকার।
আরও পড়ুন : অ্যাটলেটিকোর হার রিয়াল-বার্সার শাপে বর
বুধবার ঢাকায় পা রাখার কথা সানডের। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু এমনটাই জানিয়েছেন।
তবে সময়টা বেশ দুশ্চিন্তায় কাটছে আবাহনীর। কেননা দেশে চলছে লকডাউন। লিগ টুর্নামেন্ট কবে শুরু হবে- তার কোনো ঠিক নেই। এএফসি কাপের প্লে-অফ ম্যাচ ১৪ এপ্রিল আদৌ হবে কিনা সেটাও জানা নেই ক্লাব কর্তৃপক্ষের।
সূত্র : বার্তা২৪
এন এইচ, ০৫ এপ্রিল