ফুটবল

পিছিয়ে থেকেও ম্যানইউর দারুণ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের শুরুতে পিছিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়ে ওলে সুলশারের দল।

ওল্ড ট্রাফোর্ডে রোববার রাতে ম্যানইউ জয় পায় ২-১ গোলের ব্যবধানে। অথচ এই ম্যাচে ১৩ মিনিটের সময় পিছিয়ে পড়ে দ্য রেড ডেভিলসরা। শুরুতেই দারুণ গোলে ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক।

আরও পড়ুন : আজীবন থাকতে চান বার্সায়, ৪ শর্ত দিলেন মেসি

প্রথমার্ধে আর এই গোলের শোধ করতে পারেনি ম্যানইউ। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় দলটির রুদ্রমূর্তি। ৬২ মিনিটের সময় গোলের সমতা আনেন মার্কুস র‍্যাশফোর্ড। আর শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে গোল দিয়ে জয়ে এনে দেন ম্যাসন গ্রিনউড।

আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানইউ। ৭টি অন টার্গেট শটসহ ২২টি শট নেয় ব্রাইটনের গোলবার লক্ষ্য করে। অন্যদিকে ব্রাইটন নিতে পারে মাত্র ৮টি।

৩০ ম্যাচে ১৭ জয়ে ম্যানইউর পয়েন্ট ৬০। পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে এখনো ব্যবধান ১৪ পয়েন্টের। ১ ম্যাচ বেশি খেলে ম্যানসিটির পয়েন্ট ৭৪।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৫ এপ্রিল

Back to top button