আফ্রিকা

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

মোগাদিশু, ০৪ এপ্রিল – সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। তার মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছে চারজন।

পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে হামলার বিষয়ে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে একটি চায়ের দোকানে একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বোমা বহনকারী ব্যক্তিসহ ছয়জন নিহত হয়। তার মধ্যে একজন শিশু ও চারজন তরুণ। আহত হয়েছে আরো চারজন।’

আরও পড়ুন : ইথিওপিয়ায় ১৯০০ মানুষকে হত্যা

একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি একটি রেস্তেরাঁ থেকে বের হচ্ছিলাম। ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে ছিলাম। এমন সময় উন্মুক্ত একটি চায়ের দোকানে বোমা বিস্ফোরণ ঘটে। আমি ভড়কে যাই। ভয়াবহ বিস্ফোরণ ছিল। আমি মানুষকে বিস্ফোরণের স্থলে ছুটতে দেখেছি। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার পর পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ এপ্রিল

Back to top button