জাতীয়

বিমানবন্দরে শিশুসন্তানকে ফেলে গেলেন সৌদিফেরত মা, দুধ দিয়ে কান্না থামাল পুলিশ

ঢাকা, ০২ এপ্রিল – আট মাস বয়সী কন্যাশিশু আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের পাশে একটি ট্রলিতে শুয়ে ফিডারে দুধ খাচ্ছিল। শিশুটির পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শিশুটিকে উদ্ধার করে।

এপিবিএন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওই শিশুকে নিয়ে তার মা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সারা রাত শিশুটির মা অ্যারাইভাল বেল্টের পাশে শিশুটিকে নিয়ে বসেছিলেন। আজ সকাল থেকে মাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে এপিবিএন সদস্যরা শিশুটিকে সকাল নয়টার দিকে উদ্ধার করে।

আরও পড়ুন : ভাসানচরে পৌঁছেছে আরো ২১৪৭ রোহিঙ্গা

উড়োজাহাজে আসা এক যাত্রী আসমা বেগমের বরাত দিয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন (গণমাধ্যম) আজ সকালে বলেন, শিশুটির মা সারা রাত কাঁদছিলেন এবং বলছিলেন সৌদি আরবে তিনি একজনকে বিয়ে করেছিলেন। এখন তিনি এই বিয়ে অস্বীকার করছেন।

এপিবিএনের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হয়তো লোকলজ্জার ভয়ে সকালে শিশুটিকে রেখে তার মা কোথাও চলে গেছেন। এখন তারা ভিডিও ফুটেজ দেখে শিশুটির মাকে শনাক্ত করার চেষ্টা করছেন। মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মাকে পাওয়া না গেলে শিশুটিকে কোনো আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

সুত্র: নতুন সময়
এন এ/ ০২ এপ্রিল

Back to top button