যুক্তরাজ্য

করোনায় মারা গেলেন কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী

লন্ডন, ২০ ফেব্রুয়ারি – করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের অতি পরিচিত মুখ রোটারিয়ান এনামুল হক চৌধুরী। ব্রিটেনের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে তিনি পরপারে পাড়ি দেন।

মৃত্যুকালে এনামুল হক চৌধুরীর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ ভাই ২ বোন রেখে গেছেন।

এনামুল হক চৌধুরী সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের বড় ভাই এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরীর চাচাত ভাই।

আরও পড়ুন : ‘শেখ হাসিনা ও খালেদা জিয়া দুইজনই মুক্তিযোদ্ধা’

এছাড়াও তিনি একজন বিশিষ্ট কমিউটিনি নেতা ও সামাজিক এবং দানশীল ব্যক্তিত্ব ছিলেন। এনামুল হক চৌধুরী সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগের কচুয়া গ্রামের কৃতিসন্তান। তিনি বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির ইউকে’র মেইনষ্ট্রিম রাজনৈতিক ব্যক্তিত্ব, জামেয়া কাসিমুল উলুম শাহবাগ মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য ছিলেন।

এন এ/ ২০ ফেব্রুয়ারি

Back to top button