ফুটবল

মেসি টাকা তৈরির মেশিন: হ্যাভিয়ের তেবাস

লিওনেল মেসিকে ‘টাকা তৈরির মেশিন’ বলে আখ্যায়িত করলেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। স্প্যানিশ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মেসির ব্র্যান্ড ভেল্যু বোঝাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে হারের পরে বার্সেলোনা ছেড়ে যাওয়ার যে চেষ্টা করেছিলেন মেসি, তাতে ভালোই ভড়কে গিয়েছিলেন লা লিগা সভাপতি। কোন তারকার চলে যাওয়াতে লিগের ক্ষতি হবে না বলে আসলেও, মেসিহীন লা লিগা যে রঙ হারাতো তা মানছেন তেবাস।

একই সঙ্গে, পৃষ্ঠপোষকদের চাপের মুখেও যে তাকে পড়তে হতো অকপটেই স্বীকার করেছেন তিনি। তাই তো, রিলিজ ক্লজের বিষয়ে বার্সেলোনা ছাড় না দেয়ায়, বেশ আনন্দিত হ্যাভিয়ের তেবাস। তার আশা, এ মৌসুম শেষেও কাতালান শিবিরেই থেকে যাবেন ক্ষুদে জাদুকর। আর তাহলে, আগামীতে আরো বেশি অর্থে লিগের সম্প্রচার স্বত্ব বিক্রি করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: জেলা ফুটবল সচল করার দায়িত্ব নিলেন কাজী সালাউদ্দিন

এর আগে, রোনালদো এবং নেইমার চলে গেলেও তা’তে খুব একটা ক্ষতি হয়নি বলে দাবি করেছেন লা লিগার অভিভাবক। যদিও, অর্থনৈতিক সমীক্ষা বলছে, এ সময়টাতে ভালোই দর্শক হারিয়েছে প্রিমেরা লিগ।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৪ অক্টোবর

Back to top button